Fund independent journalism with $15 per month
The Army, RAB, BGB failed to revolt on the issue of theft and robbery, now the target is the protesting teacher.
The fascist government and its allies are dreaming of coming to power by creating a new revolution, leaving the Bangladesh revolution that took place through the mass revolution on 5th August, again plunged into darkness.
From the 6th of August, a gang started robbing various areas in Dhaka city, where from the beginning, the army, BGB, police are being tried to blame. Many officials think that this is a strategy to stop the law and order forces on 12th October. He did not agree to give a speechHowever, it has been estimated that there may be a new method.
After this review, it can be seen that teachers wanted to create an opportunity to create a movement in Mirpur 2 area by recruiting job aspirants. There, their cleverness and initiative of police officers did not succeed.
As the Bakshali Awamiliga is adept at tact, this time they chose to protest the 10th grade assistant primary teachers in front of the press club.
When the Asha teachers in the movement went to submit the memorandum to the office of the Chief Adviser Dr. Md. Yunus, some boys of Paltan area started beating up a teacher with sticks and calling them robbers. The reason behind this, according to the information, is that Dr. Yunus is teacher-friendly and has immense respect for his teachers.
If Dr. Yunus gets the memorandum and solves the problem quickly, then so many borough organizations will not protest in the field. And the government is 40% safe. That’s why the people around the press club claim that it has been done in a planned way through regular scoundrels.
Gunijans gave hints that such actions and incidents will happen regularlyTherefore, the truth of this incident should be found out and brought to justice.
চুরি ডাকাতি ইস্যুতে সেনা,রাব, বিজিবি বিদ্রোহ না করাতে পেরে, এবার টার্গেট আন্দোলনরত শিক্ষক।
৫ই আগস্ট গন-বিপ্লবের মধ্য দিয়ে যে বাংলাদেশ বিপ্লব ঘটেছে, তাকে পূনরায় নিমজ্জিত অন্ধকারে ফেলে আবার নতুন বিপ্লব তৈরি করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে ফ্যাসিস্ট সরকার ও তার সহযোগিরা।
৬ই আগস্ট হতে ঢাকা শহরে বিভিন্ন এলাকায় ডাকাতি শুরু করে একটা চক্র, যেখানে প্রথম থেকেই সেনা,বিজিবি,পুলিশের উপর দায় দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে।যা কৌশলে ১২,অক্টোবর এই আইনশৃংখলা বাহিনীকে ফাসিয়ে একটি গোলমাল বাধানোর পায়তারা বলেই মনে করছেন অনেক কর্মকর্তা।তবে কেউ ভিডিও বক্তব্য দিতে রাজি হয় নি।তবে নতুন কোন উপায়ে আবার সড়যন্ত্র যে হতে পারে তা অনুমান করেছেন।
এর পর পর্যালোচনা করে দেখা যায়, শিক্ষক চাকুরী প্রত্যাশিদের দার করিয়ে মিরপুর ২ এলাকায় একটা আন্দোলন করার সুযোগ তৈরী করতে চেয়েছিলো।সেখানে তাদের চতুরতা ও পুলিশ – অফিসারদের উদ্যোগে সফলতা পায় নি কুটকৌশল।
যেহেতু বাকশালিয় আওয়ামিলীগ কুটকৌশলে পটু তাই তারা এবার বেছে নিলেন প্রেসক্লাবের সামনে সহকারী প্রাথমিক শিক্ষকদের ১০ ম গ্রেডের আন্দোলন।
আন্দোলনে আশা শিক্ষকরা যখন,প্রধান উপদেষ্টা ডাঃ মোঃ ইউনুসের অফিসে স্মারকলিপি জমা দিতে চলে গেছেন, তখনি পল্টন এলাকার কিছু ছেলেরা লাঠি বাশ নিয়ে, ছিনতাইকারী বলে একজন শিক্ষকে দৌরায়ে মারতে থাকেন। এর পিছনের কারন,হিসাবে তথ্য শোনা যায় ডাঃ ইউনুস শিক্ষক বান্ধব,তার শিক্ষকদের প্রতি অগাধ শ্রদ্ধা।
যদি ডঃ ইউনুস স্মারকলিপি পেয়ে দ্রুত সময়ে সমস্যার সমাধান করেন,তাহলে এতো বরো সংগঠন মাঠে আন্দোলন করবে না। আর সরকার ৪০ % নিরাপদ।তাই নিয়মিত বখাটেদের মাধ্যমেই পরিকল্পিত ভাবে ঘটিয়েছে বলে দাবি প্রেসক্লাবের আশে পাশের মানুষের।
এমন কাজ ও ঘটনা প্রতিনিয়তা ঘটানো হবে বলে ইংগিত প্রদান করেন গুনিজনেরা।তাই এই ঘটনার প্রকৃত বিষয় খুজে বের করে বিচারের আওতায় আনতে হবে।
Original reporting and incisive analysis, direct from the Guardian every morning
Sign up for our email© 2024 Guardian News & Media Limited or its affiliated companies. All rights reserved. (dcr)