Fund independent journalism with $15 per month
শরীয়তপুরের শীর্ষ সন্ত্রাসী ও ইকবাল হোসেন অপুর প্রধান সহচর গ্রেপতার
শরীয়তপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র, যুবলীগ নেতা,শরীয়তপুর ১ এর এমপি ইকবাল হোসেন অপুর প্রধান সহচর বাচ্চু ব্যাপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (রোববার, ১৫ ডিসেম্বর) দুপুরে ডামুড্যা থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
Police have arrested the former panel mayor of Shariatpur municipality, Jubo League leader, Shariatpur 1 MP Iqbal Hossain Apur’s chief aide Bachchu Bepari. He was arrested today (Sunday, December 15) in the Explosives Act case filed at Damudya police station. Later he was sent to the district jail through the court.
According to Damudya police station sources, Bachchu Bepari used to be the councilor of Ward No. 3 of Shariatpur Municipality. At the same time he was the panel mayor of the municipality.
He is also an associate of the former Member of Parliament of Shariatpur 1 Constituency Iqbal Hossain Apu, and there is no crime that he has not committed under the shelter of this MP. After the fall of the government on August 5, Bachchu Bepari was absconding along with the MP. A case was filed under the Explosives Act at the Damudya police station in the sensational recovery of ten bags of cocktails from the roadside in Akal Barish area of Damudya.
Palang Model Police Station and Damudya Police Station conducted a joint operation and arrested him as the accused in that case. Later the Chief Judicial Magistrate ordered him to be sent to the District Jail.
Damudya Police Station Officer-in-Charge (OC) Hafizur Rahman said that 123 bombs filled with ten bags were recovered in Damudya Akal Barish area of Shariatpur. A case was filed under the Explosives Act at the police station in that incident. No defendants were immediately named in the case.
Several people have been arrested after various investigations. On their information and as a suspect, Bachchu Bepari was arrested. He will be questioned about this.
ডামুড্যা থানা সূত্র জানায়, শরীয়তপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব পালন করতেন বাচ্চু ব্যাপারী। একই সাথে তিনি পৌরসভার প্যানেল মেয়র ছিলেন।
তিনি শরীয়তপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর সহযোগীও,এছারা এমপির আশ্রয়ে তিনি করেননি এমন কোন অপরাধ নেই। গত ৫ আগস্ট সরকার পতনের পর সংসদ সদস্যের সাথে বাচ্চু ব্যাপারীও পলাতক ছিলেন। ডামুড্যার আকাল বরিশ এলাকার সড়কের পাশ থেকে চাঞ্চল্যকর দশ ব্যাগ ককটেল উদ্ধার ঘটনায় ডামুড্যা থানায় একটি বিস্ফোরক আইনে মামলা হয়।
ওই মামলায় আসামি দেখিয়ে পালং মডেল থানা ও ডামুড্যা থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, শরীয়তপুরের ডামুড্যা আকাল বরিশ এলাকায় দশ ব্যাগ ভর্তি ১২৩টি বোমা উদ্ধার করা হয়। ওই ঘটনায় থানায় একটি বিস্ফোরক আইনে মামলা করা হয়। মামলাটিতে তাৎক্ষণিক কোনো আসামির নাম উল্লেখ করা যায় নি।
বিভিন্ন ভাবে তদন্ত করে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের তথ্য ও সন্দেহভাজন হিসেবে বাচ্চু ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
Original reporting and incisive analysis, direct from the Guardian every morning
Sign up for our email© 2024 Guardian News & Media Limited or its affiliated companies. All rights reserved. (dcr)