Support the Guardian

Fund independent journalism with $15 per month

Support us

Jamaat-e-Islami Hind’s Magrahat unit held Siratunnabi Mohfil

Monwar Imam, Kolkata / 385 Times
October 21, 2024

Jamaat-e-Islami Hind’s Magrahat unit held Siratunnabi Mohfil

 

Today Siratunnabi Mohfil was organized by Ghola Nawapara unit of Magrahat West district of South Twenty Four Parganas district of West Bengal. In this event, various aspects and times of the Prophet’s life and the role he played in promoting the religion of Islam were discussed.

The discussion is on the activities of different periods of calling the religion and spreading IslamMr. Faridul Islam Sardar Saheb, Acting Secretary of Jamaat-e-Islami of Magrahat West highlighted the oppression and torture on Palestine in Asia during Siratunnabi Day.

He also said that during the time of the Prophet, the Islamic movement started and spread and those who went on the path of conflict established the religion of Islam while giving the invitation to the religion. There have been many setbacks against Islam. But the religion of Islam has developed in history. Deen Islam has been established. In return for the blood of many martyrs, the Prophet (peace and blessings of Allah be upon him) was able to establish the religion of Islam. In today’s meeting, the biography of the Prophet and the invitation to the religion of the Companions and Tabligh were highlighted.

The meeting discussed the importance and necessity of Siratunnabi today. Abu Saeed Maulana Mufti, Mostazul Haque, Maulana Nazimuddin Sahib and Maulana Mufti Sujauddin Sahib, Maulana Barkatullah Sahib Nazim, Mr. Faridul Islam Sardar Magrahat 1, Block No. were present in this event. About a hundred peace-loving people of the Muslim Ummah were present on this occasion.

জামায়াতে ইসলামী হিন্দের মগরাহাট ইউনিটের সীরাতুন্নবী মহফিল অনুষ্ঠিত

আজ পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের ঘোলা নওয়াপাড়া ইউনিটের উদ্যোগে সীরাতুন্নবী মহফিল অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে মহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দিক ও সময়ের সাথে তার জীবনের দ্বীন ইসলামের প্রচারের ভূমিকা পালন নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা হয় দ্বীনের দাওয়াত ও ইসলামের প্রচারের বিভিন্ন সময়ের তৎপরতার উপর ।সীরাতুন্নবী দিবসে মধ্যে এশিয়ার ফিলিস্তিনের উপর জুলুম ও নির্যাতনের কথা তুলে ধরেন মগরাহাট পশ্চিমের জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জনাব ফরিদুল ইসলাম সরদার সাহেব।

এসময় তিনি আরো বলেন, নবীর জামানায় ইসলামী আন্দোলন শুরু ও তার প্রসার এবং দ্বীনের দাওয়াত দিতে গিয়ে যারা সঙ্ঘাতের পথে গিয়ে দ্বীন ইসলামের প্রতিষ্ঠা করেন। তাতে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সময় ঘাত প্রতিঘাত এসেছে। কিন্তু দ্বীন ইসলামের ইতিহাসের বিকাশ ঘটেছে। প্রতিষ্টিত হয়েছে দ্বীন ইসলাম। বহু শহীদের রক্তের বিনিময়ে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। আজকের সভায় বিশ্ব নবীর জীবনী ও সাহাবায়ে কেরামের দ্বীনের দাওয়াত ও তাবলীগের কথা তুলে ধরে হয়।

সভায় আজকের দিনে সীরাতুন্নবীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবু সাঈদ মাওলানা মুফতী, মোসতাজুল হক, মাওলানা নাজিমুদ্দিন সাহেব ও মাওলানা মুফতী সুজাউদ্দিন সাহেব, মাওলানা বরকতুল্লাহ সাহেব নাজিম, জনাব ফরিদুল ইসলাম সরদার মগরাহাট ১, নাম্বার ব্লক। এই অনুষ্ঠানে প্রায় শতাধিক মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষ উপস্থিত ছিলেন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More news like this