Fund independent journalism with $15 per month
আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতারে অভিযান জোরদারের সিদ্ধান্ত
Local Government, Rural Development and Cooperative (LGED) Adviser Asif Mahmud Sajib Bhuiyan said that due to various inactivity of Awami League leaders and activists, it has been decided to intensify the arrest operation.
He gave this information after the meeting of the law and order advisory committee in the meeting room of the Ministry of Home Affairs on Sunday (December 15). Interior Advisor Lieutenant General (Retd.) Md. Jahangir Alam Chowdhury presided over the meeting.
The LGED advisor said, ‘The overall law and order situation and the upcoming events were discussed so that they can be completed in a fair and orderly manner. Hope the future events can be done very peacefully.
He said, “I have been noticing some activity for a few days. Based on that, it has been decided to strengthen the arrest operation across the country. You may see the results soon.
Earlier, Bangladesh Awami League announced the program on the occasion of Great Victory Day through a Facebook status.
In response to a question in this regard, Asif Mahmud said, ‘Those who are outside the previous fascist government, are still trying to incite different groups in various ways, funding and trying to hold rallies. Some people were arrested yesterday too. They are involved in conspiracies to destabilize the country, there are cases against them and clear allegations, they will be arrested.”
He further said, ‘We have seen that they (Awami League and Chhatra League) have announced the program tomorrow. Earlier, various programs were announced, but they were not implemented. Law enforcement forces are alert in this regard.
Regarding the return of the banned Chhatra League, the advisor of the interim government said, “The authenticity of the picture that I got yesterday remains a question.” Information has come from our intelligence agency, it is an old picture or the ‘Chhatra League’ written there has been edited.”
In response to a question, Asif Mahmud said, “Awami League and Chhatra League can create chaos at any time, there is a fear, until they are completely eliminated.
আওয়ামী লীগ নেতাকর্মীদের নানা অপতৎপরতার কারণে গ্রেফতার অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিইডি) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (১৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এ তথ্য জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।
এলজিইডি উপদেষ্টা বলেন, ‘সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সামনে যে ইভেন্টগুলো আছে, সেগুলো যাতে সুষ্ঠুভাবে ও শৃঙ্খলা বজায় রেখে শেষ করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। আশা করি সামনের ইভেন্টগুলো খুব শান্তিপূর্ণভাবে করা যাবে।’
তিনি বলেন, ‘কয়েক দিন ধরে কিছু অ্যাকটিভিটি লক্ষ করছি। তার ভিত্তিতে সারা দেশে গ্রেফতার অভিযান আরও জোরদারের সিদ্ধান্ত হয়েছে। এর ফলাফল হয়তো শিগগিরই দেখতে পাবেন।’
এর আগে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ আওয়ামী লীগ।
এ বিষয়ে এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছেন, তারা এখনও নানাভাবে ভিন্ন গোষ্ঠীকে উসকে দেয়ার চেষ্টা করছেন, ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন। গতকালও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত, তাদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং সুস্পষ্ট অভিযোগও রয়েছে, তাদের গ্রেফতার করা হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি যে তারা (আওয়ামী লীগ ও ছাত্রলীগ) আগামীকাল কর্মসূচি ঘোষণা করেছে। এর আগে বিভিন্ন সময় কর্মসূচি ঘোষণা করলেও সেগুলো বাস্তবায়িত হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে সতর্ক রয়েছে।’
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফিরে আসা প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা বলেন, ‘গতকাল যে ছবি পেয়েছি, তার সত্যতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। আমাদের গোয়েন্দা সংস্থা থেকে তথ্য এসেছে, এটি পুরানো ছবি অথবা সেখানে যে ‘ছাত্রলীগ’ লেখা ছিল তা এডিট করা হয়েছে।’
এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ ও ছাত্রলীগ যে কোনো সময় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, সেই আশঙ্কা রয়েছে, যতক্ষণ-না তারা পুরোপুরি এলিমিনেটেড (নিশ্চিহ্ন) হয়।’
Original reporting and incisive analysis, direct from the Guardian every morning
Sign up for our email© 2024 Guardian News & Media Limited or its affiliated companies. All rights reserved. (dcr)