Fund independent journalism with $15 per month
The chief adviser of the interim government congratulated Donald Trump for being elected the 47th president of the United States. Muhammad Yunus. He made a statement congratulating Trump on Wednesday.
In addition to greetings, Dr. Trump wished success in this important journey of leading the nation as president. Muhammad Yunus.
Dr. Trump addressed the statement. Yunus said, “On behalf of the government of Bangladesh and the people of Bangladesh, I congratulate you sincerely for winning the presidential election of the United States.” Being elected president for a second term means that your leadership and goals are reflected in the American people. I am confident that under your leadership the United States will prosper and inspire others around the world.’
Bangladesh and the United States have a long history of friendship and cooperation in various areas of mutual interest. Bilateral relations have deepened during your previous term. I look forward to strengthening the partnership between the two countries and working together for sustainable development. I firmly believe that the two friendly countries will work together to explore new areas of partnership,” said the chief adviser.
ট্রাম্পকে অভিনন্দন জানালেন ড. ইউনূস
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন তিনি।
শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রেসিডেন্ট হিসেবে জাতিকে নেতৃত্ব দেওয়ার গুরুত্বপূর্ণ এ যাত্রায় ট্রাম্পের সাফল্য কামনা করেন ড. মুহাম্মদ ইউনূস।
বিবৃতিতে ট্রাম্পের উদ্দেশে ড. ইউনূস বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় আমি বাংলাদেশ সরকার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। দ্বিতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া এটাই বোঝায় যে আপনার নেতৃত্ব ও লক্ষ্য যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যেও প্রতিফলিত হয়েছে। আমি নিশ্চিত, আপনার নেতৃত্বে যুক্তরাষ্ট্র উন্নতি করবে ও বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে।’
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। আপনার আগের মেয়াদে দ্বিপক্ষীয় এ সম্পর্ক আরও গভীর হয়েছে। আমি দুই দেশের অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে ও টেকসই উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে উন্মুখ রয়েছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বন্ধুত্বপূর্ণ দুই দেশ অংশীদারত্বের নতুন ক্ষেত্রগুলো অন্বেষণে কাজ করে যাবে’ এমনটাই বলেন প্রধান উপদেষ্টা।
Original reporting and incisive analysis, direct from the Guardian every morning
Sign up for our email© 2024 Guardian News & Media Limited or its affiliated companies. All rights reserved. (dcr)